ঘড়িতে এখন ৭টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত?
Solution
Correct Answer: Option B
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়, তাতে ঘণ্টার কাঁটার ঘূর্ণনকে 30 ডিগ্রি/ঘণ্টা হিসেবে ধরা হয়। সুতরাং, 7 ঘণ্টায় ঘণ্টা কাঁটা 7×30 = 210 ডিগ্রি ঘোরে।
সম্পুর্ণ ঘড়ির কোণ = ৩৬০ ডিগ্রি
তাহলে, ৩৬০ - ২১০ = ১৫০ ডিগ্রি।