এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হিংসা নেই'

A অহিংস

B অবলা

C প্রিয়ংবদা

D অনসূয়া

Solution

Correct Answer: Option D

নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- যে নারীর হাসি পবিত্র এক কথায় প্রকাশ = শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ = সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ = অনসূয়া
- যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ = সধবা।
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions