Kazi Habibul Awal has been appointed as the ___ Chief Election Commissioner (CEC) of Bangladesh.
Solution
Correct Answer: Option D
- জনাব কাজী হাবিবুল আউয়াল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
- তিনি ১৯৫৬ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন।
- ১৯৮১ সালে একজন সহকারী জজ হিসাবে তাঁর পেশাগত জীবন শুরু করেন।
- লেখক হিসেবেও জনাব কাজী হাবিবুল আউয়াল তাঁর বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
- ‘জীবন পাতার জলছাপ’, ‘Memories of Early life’, ‘Trajectory of a Judicial Officer’ এবং মোঃ মইনুল কবির ও গ্যাভিন মারফির সাথে যৌথভাবে রচিত ‘The Legislative Process in Bangladesh’ নামক প্রকাশিত বইগুলোর লেখক তিনি।
- ‘Demystification of Law for Women’ নামে একটি বিদেশী বইও তিনি বাংলায় অনুবাদ করেন।
সোর্সঃ বাংলাদেশ নির্বাচন কমিশন।