Kazi Habibul Awal has been appointed as the ___ Chief Election Commissioner (CEC) of Bangladesh.

A 10th

B 11th

C 12th

D 13th

Solution

Correct Answer: Option D

- জনাব কাজী হাবিবুল আউয়াল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
- তিনি ১৯৫৬ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন।
- ১৯৮১ সালে একজন সহকারী জজ হিসাবে তাঁর পেশাগত জীবন শুরু করেন।
- লেখক হিসেবেও জনাব কাজী হাবিবুল আউয়াল তাঁর বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
- ‘জীবন পাতার জলছাপ’, ‘Memories of Early life’, ‘Trajectory of a Judicial Officer’ এবং মোঃ মইনুল কবির ও গ্যাভিন মারফির সাথে যৌথভাবে রচিত ‘The Legislative Process in Bangladesh’ নামক প্রকাশিত বইগুলোর লেখক তিনি।
- ‘Demystification of Law for Women’ নামে একটি বিদেশী বইও তিনি বাংলায় অনুবাদ করেন।

সোর্সঃ বাংলাদেশ নির্বাচন কমিশন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions