Solution
Correct Answer: Option C
- আন্তর্জাতিক আদালত (International Court of Justice বা ICJ) গঠিত হয় ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ অনুযায়ী, যার উদ্দেশ্য হলো জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ প্রদান করা।
- ICJ এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
- এই আদালতে মোট ১৫ জন বিচারক থাকে, যারা সাধারণ পরিষদ (General Assembly) ও নিরাপত্তা পরিষদ (Security Council) এর সম্মতিক্রমে নির্বাচিত হন।
- বিচারকদের পদকালীন মেয়াদ ৯ বছর এবং প্রতি তিন বছর অন্তর বিচারকদের এক তৃতীয়াংশ পুনঃনির্বাচিত বা নবায়ন করা হয়।
- বিচারকদের সংখ্যা ও নিয়োগে বিভিন্ন মহাদেশের সমন্বয় থাকে: স্থায়ী পাঁচটি দেশ থেকে ৪ জন, এশিয়া থেকে ৪ জন, ইউরোপ থেকে ৩ জন, ল্যাটিন আমেরিকা থেকে ২ জন, আফ্রিকা থেকে ২ জন।
- ICJ মূলত আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি-সমঝোতার ব্যাখ্যা প্রদান এবং রাষ্ট্রগুলোর আইনি বিষয়ক বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
- জাতিসংঘ সনদের ৯৩ ও ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য।
অতএব, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা ১৫ জন, যা প্রশ্নের সঠিক উত্তরে প্রতিফলিত হয়েছে।