'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি কোন শ্রেনীর বাক্য ?

A সরল বাক্য

B জটিল বাক্য

C যৌগিক বাক্য

D ব্যাস বাক্য

Solution

Correct Answer: Option C

- দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে,তবে তাকে যৌগিক বাক্য বলে।

- যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র। ও, এবং, আর, অথচ, তথাপি, কিংবা, বরং ইত্যাদি অব্যয়যোগে যৌগিক বাক্যের অন্তর্গত খন্ডবাক্যগুলো যুক্ত হয়।যেমনঃ
- সে যেতে চায়, তথাপি বসে আছে।
- লোকটি ধনী কিন্তু কৃপণ।
- বিপদ এবং দুঃখ একই সাথে আসে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions