- তুর্কি শাসনামলে (১২০১ থেকে ১৩৫০) পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোন সাহিত্য কর্মের পরিচয় পাওয়া যায়না বলে, এই সময়টাকে বলা হয় 'অন্ধকার যুগ।
- শুন্যপুরাণ, সেক শুভোদয়া, নিরঞ্জনের উষ্মা হলো বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন।
-রামাই পন্ডিত - রচিত গদ্য ও পদ্য মিশ্রিত চম্পুকাব্য ‘শূন্যপুরাণ’