উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে?
A ডা. ফিরোজা বেগম
B ডা. রওশন আরা
C ডা. কাজী জোহরা বেগম
D ডা. কানিজ হাসিনা
Solution
Correct Answer: Option C
- উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক হলেন ডা . জোহরা বেগম কাজী।
- তিনি ভারতের মধ্যপ্রদেশের রঞ্জন গাঁয়ে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- মৃত্যুবরণ করেন ঢাকায় ৭ নভেম্বর ২০০৭ সালে।
- তাকে ঢাকর "ফ্লরেন্স নাইটেঙ্গেল বলা হয়।