Solution
Correct Answer: Option C
প্রশ্নে দেওয়া ‘carry on with’ idiom এর অর্থ জানতে চাওয়া হয়েছে। এই idiomটির অর্থ হলো to continue, অর্থাৎ কোনো কাজ বা কার্যক্রমকে অবিরত রাখা বা চালিয়ে যাওয়া।
বাকী অপশনগুলো যেমন ‘to progress carefully’, ‘to progress fast’, ‘to progress gradually’ এইগুলো সবই কোনো কাজ করার গতিবিধির ওপর বিশেষ গুরুত্ব দেয়, কিন্তু ‘carry on with’ idiom মূলত কাজ চালিয়ে যাওয়ার ওপরে জোর দেয়, কাজের গতি বা ধাপ নিয়ে আলোচনা করে না।
সুতরাং, ‘carry on with’ বলতে কোনো কাজ বা কার্যক্রম অব্যাহত রাখা বা চালিয়ে যাওয়া বুঝায়, যা Option 3: to continue এর সাথে মিলে।