Choose the correct antonym of the word : EPIDEMIC.
Solution
Correct Answer: Option B
Epidemic অর্থ মহামারি, বিস্তৃত অঞ্চলে একই সময়ে ছড়িয়ে পড়া সংক্রামক রোগে ব্যাপক প্রাণহানি । এর বিপরীত শন্দ endemic ( নির্দিষ্ট এলাকায় সংক্রমিত রোগ, স্থানীয় রোগ, জাতিগত রোগ ) । অন্যদিকে rampant অর্থ ব্যাপক, প্রচণ্ড, বাধাহীন । Prevalent অর্থ নির্দিষ্ট সময়ে/স্থানে/দলে বিরাজমান, প্রচলন । Limited অর্থ সীমিত, সীমাবদ্ধ ।