___ is a good exercise.
Solution
Correct Answer: Option C
- Infinitive যখন Noun এর কাজ করে তখন তাকে বলে Simple বা Noun-ininitive.
- এই প্রকার Infinitive noun এর মত কাজ করে বলে Subject, object, complement ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ As a subject: To tell a lie is a sin. (মিথ্যা বলা পাপ।) এখানে 'is' এর বামপাশের সবটুকু Subject.
- সুতরাং 'to tell' এখানে 'verb' নয়। এবং Verb + ing যদি Noun এবং Verb এর কাজ করে তাহলে তাকে Gerund বলে। যেমনঃ Taking exercise is a good habit (ব্যায়াম করা একটি ভাল অভ্যাস)। এখানে 'is-verb' এর বাম পাশের সবটুকু হলো Subject আর Subject যখন তখন এটি Noun ছাড়া আর কিছু নয়।
- আবার Taking একটি Verb এর মত কাজ করছে যার Object হলো Exercise. তাহলে Taking শব্দটি 'take + ing' একই সাথে Noun এবং Verb এর কাজ সম্পন্ন করছে। এটিই হলো Gerund.
- বাক্যের অর্থঃ হাঁটা একটি ভাল ব্যায়াম ।