একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে ।এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
A ১৮০ ডিগ্রি
B ৩৬০ ডিগ্রি
C ৫৪০ ডিগ্রি
D ২৭০ ডিগ্রি
Solution
Correct Answer: Option C
৬০ সেকেন্ডে ঘুরে =৯০ বার
অতএব ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার =৩/২
চাকাটি একবার ঘুরে অতিক্রম করে ৩৬০º
অতএব চাকাটি ৩/২ বার ঘুরে অতিক্রম করে ৩৬০º ×(৩/২) =৫৪০º