Solution
Correct Answer: Option C
- 'মনপুরা ৭০' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম।
- তিনি এই চিত্রকর্মটি ১০ নভেম্বর ১৯৭০ সালে মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে এঁকেছিলেন।
- তাঁর আরো কিছু বিখ্যাত চিত্রকর্ম হলোঃ ম্যাডোনা-৪৩, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধু, নবান্ন, মইটানা ইত্যাদি।