WFP কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?
Solution
Correct Answer: Option B
WFP
- পূর্ণরুপঃ World Food Program
- প্রতিষ্ঠাঃ ১৯ ডিসেম্বর, ১৯৬১ সালে।
- সদরদপ্তরঃ ইতালির রোম শহরে অবস্থিত।
- নির্বাহী পরিচালকঃ ডেভিড বিসলি।
- প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করেঃ সুদানে (১৯৬৩ সালে)
- শান্তিতে নোবেল পুরস্কার লাভঃ ২০২০ সালে।