লালবাগের কেল্লা স্থাপন কে করেন?
A শায়েস্তা খান
B টিপু সুলতান
C শাহ সুজ
D ইসলাম খান
Solution
Correct Answer: Option A
- ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর অন্যতম হলো লালবাগ দুর্গ।
- এর পূর্বনাম ছিল আওরঙ্গবাদ দুর্গ।
- সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহাজাদা আজম ১৬৭৮ খ্রিষ্টাব্দে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এবং সুবাদার শায়েস্তা খান ১৬৮২ সালে তা সম্পন্ন করেন।