দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ফিল্ড হতে-
A হবিগঞ্জ
B বাখরাবাদ
C তিতাস
D কৈলাসটিলা
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস।
- আর দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে।
গ্যাসক্ষেত্র আবিষ্কার জেলা
তিতাস ১৯৬২ ব্রাহ্মণবাড়িয়া
বিয়ানীবাজার ১৯৮১ সিলেট
বাখরাবাদ ১৯৬৯ কুমিল্লা
সাঙ্গু ১৯৯৬ চট্টগ্রাম