The cost of carpeting a room 18m long with a carpet 75cm wide at Tk. 4.50 per meter is Tk. 810. The breadth of the room is:
A 7 m
B 8 m
C 7.5 m
D 8.5 m
Solution
Correct Answer: Option C
প্রশ্নে বলা হচ্ছে, প্রতি মিটার 4.5 টাকা হিসেবে 18 মিটার দৈর্ঘ্যের একটি ঘরকে 75 মিটার প্রস্থের একটি কার্পেট দিয়ে মুড়তে 810 টাকা লাগে। ঘরের প্রস্থ কত?
প্রতি মিটার কোন স্থান মোড়ানো সম্ভব নয়। কোনো স্থান মুড়তে হলে প্রতি বর্গমিটারে মুড়াতে হবে। এই হিসেবে অঙ্কটি সঠিকভাবে করা হয়নি।
আবার 18 মিটার দৈর্ঘ্যের ঘরকে মুড়তে 75 মিটার প্রস্থের কার্পেট নিলে ঘরের Breadth বা প্রস্থ অবশ্যই 75 মিটারের বেশি হতে হবে ।