EFTA (European Free Trade Association ) এর বর্তমান সদস্য সংখ্যা কত ?

A ৪ টি

B ৫ টি

C ৭ টি

D ৮ টি

Solution

Correct Answer: Option A

- European Free Trade Association (EFTA) হলো ইউরোপের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা.
- EFTA ১৯৬০ সালের ৪ জানুয়ারি স্টকহোম কনভেনশনের মাধ্যমে গঠিত হয়, প্রতিষ্ঠাকালীন এর সদস্য সংখ্যা ছিলো সাতটি। 
- বর্তমান এর সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সু্ইজারল্যান্ড।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অস্টহাকালিনের,
- এর মূল্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গীভূতকরণের প্রসার ঘটানো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions