Solution
Correct Answer: Option B
- 'হৃদয়ে বাংলাদেশ ' গ্রন্থের রচয়িতা লেখক রাজনীতিবিদ পান্না কায়সার ।
- পেশাগত জীবনে তিনি ছিলেন কলেজশিক্ষক।
- তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ১৩।
- তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মুক্তিযুদ্ধের আগে ও পরে’, ‘মুক্তি’, ‘নীলিমায় নীল’, ‘অন্য কোনোখানে’, ‘রাসেলের যুদ্ধযাত্রা’, ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘দাঁড়িয়ে আছে গানের ওপারে’, ‘মানুষ’, ‘না পান্না না চুনি’, ‘অন্য রকম ভালোবাসা’, ‘সুখ’ প্রভৃতি।
- লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
সোর্স: প্রথম আলো।