Who is called the Father of the Green Revolution?
Solution
Correct Answer: Option C
- কৃষিতে 'সবুজ বিপ্লব' এর জনক বলে পরিচিত নোবেল বিজয়ী নরম্যান বোরলাউগ।
- বিগত শতকের ষাটের দশকে উচ্চ ফলনশীল শষ্য আবিষ্কার করে কৃষি উৎপাদনে বিপ্লব এনে দিয়েছিলেন নরম্যান বোরলাউগ তাঁর এই আবিষ্কারে ১৯৬০ থেকে ১৯৯০ সালের মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার খাদ্য উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়ে যায়।
- এই থেকে বেশি সুফল লাভ করে ভারত উপমহাদেশ। এক হিসাব মতে, বোরলাউগের উদ্ভাবনের কল্যাণে ঐ সময় দুর্ভিক্ষ থেকে কমপক্ষে ১০০ কোটি মানুষের জীবন রক্ষা পায়। এই অসাধারণ কৃতিত্বের জন্য ১৯৭০ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানী নরম্যান বোরলাউগকে।