'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা'। এটি কোন বাক্য?
A ব্যাস
B জটিল
C যৌগিক
D সরল
Solution
Correct Answer: Option D
- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- যেমন: 'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা'।