নিচের কোনটি চার্লসের সূত্র ?

A V ∝ T

B PV = K

C V ∝ n

D P ∝ T

Solution

Correct Answer: Option A

- ফরাসি বিজ্ঞানী জ্যাক চার্লস ১৭৮৭ সালে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কের একটি সূত্র আবিষ্কার করেন।
- এটি চার্লসের সূত্র হিসেবে পরিচিত।
- এই সূত্র অনুসারে, স্থির বা অপরিবর্তিত চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন গ্যাসটির তাপমাত্রার সাথে সমানুপাতিক।
- অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তনও প্রসারিত হয়।
- ধরি, গ্যাসের আয়তন (v) এবং তাপমাত্রা (T) হলে, V ∝ T [যখন চাপ (p) স্থির]।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions