Solution
Correct Answer: Option D
ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র:
- মাইকেল ফ্যারাডে ১৮৩২ সালে তার গবেষণার মাধ্যমে তড়িৎ বিশ্লেষণের দুটি মৌলিক সূত্র প্রস্তাব করেন।
ফ্যারাডের প্রথম সূত্র:
- তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ বা উৎপন্ন পদার্থের ভর, ঐ তড়িৎদ্বার দিয়ে প্রবাহিত মোট তড়িতের পরিমাণের সমানুপাতিক।
ফ্যারাডের দ্বিতীয় সূত্র:
- যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সংশ্লিষ্ট তড়িৎদ্বারে জমাকৃত বা উৎপন্ন পদার্থের ভর ঐ পদার্থগুলোর তড়িৎ রাসায়নিক তুল্যাংকের সমানুপাতিক হবে।