কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি?
A নীল
B লাল
C সবুজ
D বেগুনি
Solution
Correct Answer: Option B
- দৃশ্যমান আলোতে লাল রঙ্গের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাই লাল আলোর প্রতিফলনও বেশি।
- আর লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম।
- অন্যদিকে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- তাই বেগুনি আলোর প্রতিফলনও সবচেয়ে কম এবং প্রতিসরণ সবচেয়ে বেশি।