কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে?

A পারদ

B ব্রোমিন

C আয়রণ

D অ্যান্টিমনি

Solution

Correct Answer: Option A

- সাধারণ তাপমাত্রায় ব্রোমিন তরল অবস্থায় বিদ্যমান থাকে, কিন্তু ব্রোমিন একটি অধাতু।
- সাধারণ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় বিরাজ করে। পারদ একটি ধাতু এবং সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু এই পারদই।
সূত্র: মাধমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions