বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
Solution
Correct Answer: Option C
- ১৩৩৮ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুতে তাঁরই বর্ম-রক্ষক ফখরুদ্দীন সোনারগাঁও-এ ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ উপাধি গ্রহণ করেন।
- এ ঘটনা ক্ষমতা দখলের নতুন ধারাবাহিক দ্বন্দ্বের জন্ম দেয় যার ফলে বাংলায় ইলিয়াসশাহী শাসন প্রতিষ্ঠিত হয়।
- এ শাসন বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করে যা ২০০ বছর অব্যাহত ছিল (১৩৩৮-১৫৩৮)।
- তিনি মুদ্রার নাম দেন ফখরা।
- শের শাহ ১৫৩৮ সালে শেষ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে স্বাধীন সুলতানী যুগের অবসান ঘটান।