'শাহবাজপুর' কোন জেলার পূর্বনাম?

A বরিশাল

B কুমিল্লা

C ফেনী

D ভোলা

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা।
- এর আয়তন ৩৭৩৭.২১ বর্গ কি.মি.।
- এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা।
- ভোলার পূর্বনাম ছিল শাহবাজপুর
- ভোলাকে 'কুইন আইল্যান্ড অব বাংলাদেশ' বা বাংলাদেশের 'দ্বীপের রানি' নামে ডাকা হয়।

অন্যদিকে,
- 'চন্দ্রদ্বীপ' ছিল বরিশালের পূর্বনাম।
- 'ত্রিপুরা' ছিল কুমিল্লার পূর্বনাম।
- 'শমসেরনগর' ছিল ফেনীর পূর্বনাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions