Solution
Correct Answer: Option A
এখানে, ΔAED হলো সমকোণী ত্রিভুজ যার অতিভুজ AE, লম্ব AD = x, ভূমি, ED = CE – DC = y - x
∴ ED=(y - x)
এখন, ∇AED এর ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
= 1/2 x (y - x) × x বর্গ একক
= x(y -x)/2 বর্গ একক
= (xy - x2)/2 বর্গ একক