একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সেমি এবং উচ্চতা x সেমি হলে x এর মান কোনটি?
Solution
Correct Answer: Option B
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
= (√৩/৪) × বাহু২
= (√৩/৪) × ২২
= (√৩/৪) × ৪
= √৩ বর্গসেমি
আবার,
ত্রিভুজের ক্ষেত্রফল,
= (১/২) × ভূমি × উচ্চতা = √৩
⇒ (১/২) × ২ × x = √৩
⇒ ১ × x = √৩
∴ x = √৩ সেমি