যে সমাসের পূর্বপদ ও সমস্তপদে পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কো বোঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
যেমন:
-- ঘরমুখো - ঘরের দিকে মুখ যার
-- ঈষদোজ্জ্বল - ঈষৎ উজ্জ্বল যা
-- বহুব্রীহি - বহু ব্রীহি আছে যার
-- কৃতবিদ্য - কৃত বিদ্যা যার
-- নীলবসনা - নীল বসন যার