কোন বাক্যটি শুদ্ধ?

A দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা ।

B তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব না।

C সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।

D সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।

Solution

Correct Answer: Option A

প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র (ক) –তে প্রদত্ত বাক্যটিই নির্ভুল।  
 
পক্ষান্তরে, 
-(খ) গোপন- এর স্থলে গোপনীয়, 
-(গ) সলজ্জিত –এর স্থলে ‘সলজ্জ’ এবং 
-(ঘ) বাহুল্যতা –এর স্থলে ‘বাহুল্য’ হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions