বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে -

A অনুসর্গ

B প্রত্যয়

C বিভক্তি

D কারক

Solution

Correct Answer: Option D

কারক (কৃ+ক) শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
যেমন: জলে কুমির থাকে = অধিকরণে সপ্তমী।

কারক (বিশেষ্য) (ব্যাকরণ) - বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দ।
         (বিশেষণ) কর্ম সম্পাদক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions