কোনটির দু'টি স্ত্রীবাচক শব্দ আছে?
A শুক
B গায়ক
C খোকা
D বর
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option D
"বর" শব্দটির দুটি স্ত্রীবাচক রূপ আছে। এই শব্দের স্ত্রীবাচক রূপগুলি হল:
১. বধূ
২. কনে/কন্যা
অন্যান্য অপশন গুলির জন্য:
A) শুক - এর স্ত্রীবাচক রূপ হল শুকী (একটি মাত্র)
B) গায়ক - এর স্ত্রীবাচক রূপ হল গায়িকা (একটি মাত্র)
C) খোকা - এর স্ত্রীবাচক রূপ হল খুকি (একটি মাত্র)