ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর তথ্য মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে শান্তির দেশ কোনটি?
Solution
Correct Answer: Option D
- অস্ট্রেলিয়াভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস মঙ্গলবার (১১ জুন) গ্লোবাল পিস ইনডেক্স ২০২৪ প্রকাশ করেছে। এতে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি মূল্যায়ন করে দেশগুলোর র্যাঙ্কিং করা হয়েছে।
- আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয়ে থাকে। আইসল্যান্ড পৃথিবীর সেই বিরল দেশগুলোর একটি যেখানে কোনো সেনাবাহিনী নেই। নিরাপত্তার জন্য রয়েছে কোস্টগার্ড বাহিনী। সামরিক বাহিনীর খাত এই দেশটি খরচ নেই বললেই চলে, মোট ব্যয়ের মাত্র ০.১৩ শতাংশ।
- উল্লেখ্য বাংলাদেশ ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম স্থানে একটি মাঝারি মানের শান্তির দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছে। অন্যদিকে,
- ভুটান ২১ তম, কিন্তু দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ।
- নেপাল ৮১ তম, কিন্তু দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়।
- আলজেরিয়া ৯০তম,
- জ্যামাইকা ৯১তম
- রুয়ান্ডা ৯২তম,
- গিনি ৯৪তম,
- মৌরিতানিয়া ৯৫তম,
- শ্রীলঙ্কা ১১০ তম, কিন্তু দক্ষিণ এশিয়ায় চতুর্থ।
- ভারত ১১৬তম আর দক্ষিণ এশিয়ায় পঞ্চম।
- অপরদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলো হলো:
- ইউক্রেন (১৫৯),
- আফগানিস্তান (১৬০),
- দক্ষিণ সুদান (১৬১),
- সুদান (১৬২) ও
- ইয়েমেন (১৬৩)।