Solution
Correct Answer: Option A
'ডাকঘর' ( ১৯১২ ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ।
তার রচিত আরও কয়েকটি নাটকঃ
- বিসর্জন,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- চিত্রাঙ্গদা,
- অচলায়তন,
- রাজা,
- বসন্ত,
- চণ্ডালিকা ।
তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ
- চোখের বালি,
- গোরা,
- শেষের কবিতা,
- ঘরে-বাইরে,
- চতুরঙ্গ,
- মালঞ্চ,
-যোগাযোগ ।