যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সকল বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হচ্ছে-
Solution
Correct Answer: Option C
- যে সকল বর্ণ অন্য বর্ণের সমন্বয়ে তৈরি করা যায় না তাদেরকে মৌলিক বর্ণ বলে। মৌলিক বর্ণ তিন প্রকার। (লাল, নীল ও সবুজ)।
- এ তিনটি রংয়ের সংমিশ্রণে অন্য সব রং তৈরি করা যায়।
- যথাঃ লাল+নীল= ম্যাজেন্টা, নীল+সবুজ= সাদা, সবুজ+লাল= হলুদ।