ফেসবুকের উদ্ভাবক কে?

A  ফেসবুকের মার্ক জুকার বার্গ

B মেক্সিম গোর্কে

C শ্যামুয়েল পল

D সলিমুল্লাহ পার্ক

Solution

Correct Answer: Option A

✔ ফেসবুকের উদ্ভাবক হলেন মার্ক জুকার বার্গ।
উল্লেখ্য, ফেসবুকের মালিক হলো ফেসবুক ইনক।

✔ মার্ক জাকারবার্গ বর্তমানে ফেসবুকের
চেয়ারম্যান এবং সিইও (CEO).


✔ মার্ক জাকারবার্গ ,এডুয়ার্ডো স্যাভেরিন ,এন্ডু ম্যাক্কালাম, ডাস্টিন মস্কোভিটস, ত্রিস্টোকার ফিউজেস এরা হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।

✔ ফেসবুকের সদরদপ্তর মেনলো পার্ক ,ক্যালিফোর্নিয়া ,মার্কিন যুক্তরাষ্ট্র।

✔ বর্তমানের ফেসবুকের সিইও হলেন মার্ক জাকারবার্গ ।

✔উল্লেখ্য যে, বর্তমানে ফেসবুক বাংলাদেশসহ সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।

✔ ২০০৪ সালের ফ্রেব্রুয়ারি মাসে ফেসবুক প্রতিষ্ঠিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions