কৃষক হলেও তার রাশি রাশি ধন- বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

A সামান্য

B গভীরতা

C আধিক্য

D তীব্রতা

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষায় একই পদ, শব্দ বা ধ্বনি দু'বার ব্যবহৃত হয়ে ভিন্ন একটি অর্থ প্রকাশ করাকেই দ্বিরুক্ত বা শব্দদ্বৈত বলে । যেমন- কৃষক হলেও তার রাশি রাশি ধন । এ বাক্যে 'রাশি রাশি' বিশেষ্য পদযুগল বিশেষণরূপে ব্যবহৃত হয়ে 'আদিক্য' অর্থে প্রকাশ করছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions