Solution
Correct Answer: Option A
Solution:
তারিখঃ ১৩.০৭.২০২৪
মেয়র
ঢাকা সিটিকর্পোরেশন
বিষয়ঃ মশার উপদ্রবের প্রতিকার চাই ।
জনাব,
রাজধানী শহর ঢাকার ধানমন্ডি একটি জনবহুল ও অভিজাত এলাকা। অথচ, এখানকার রাস্তার অপরিচ্ছন্নতা ও ড্রেনের আবর্জনা থেকে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। তাই এ এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন-রাত সবসময়ই মশার উপদ্রব। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মশকরাজি গুঞ্জনমুখর হয়ে ওঠে। মশার উপদ্রবে দিনেও স্বস্তিতে কাজ করা যায় না। ছাত্রছাত্রীর পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে শত শত লোক। ঢাকায় মশকনিধন অভিযান শুরু হলেও এ এলাকা তার ছোঁয়া পায়নি। এ ব্যাপারে আগের মেয়র বারবার আবেদন করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্বে ‘মশক নিধন' অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
শিমুল
ধানমন্ডি, ঢাকা ।