কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?
Solution
Correct Answer: Option B
ঐ স্থানে লোকসংখ্যা ছিল = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ৫ক
প্রশ্নমতে,
৫ক × ক = ৪৫০০
বা, ৫ক২ = ৪৫০০
বা, ক২ = ৯০০
বা, ক২ = ৩০২
বা, ক = ৩০