http প্রথম ব্যবহৃত হয় কখন?
A ১৯৬৯
B ১৯৭১
C ১৯৮০
D ১৯৮৯
Solution
Correct Answer: Option D
- ইন্টারনেটে যে প্রটোকলের অধীনে সমস্ত হাইপার টেক্সট আদান প্রদান করা হয় তাকে Hyper Text Transfer Protocol (HTTP) বলে।
- ১৯৮৯ সালে টিম বার্নার্স লি এটি উদ্ভাবন করেন।
- এইচটিটিপির প্রথম সংস্করণ হলো HTTP/1.1 যা ১৯৯৭ সালে RFC 2068 নামে প্রথম ব্যবহৃত হয়।