ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তা হলে খ কাজটি কত দিনে করতে পারবে?
A ২০ দিন
B ১৮.৭৫ দিন
C ২২ দিন
D ১৫ দিন
Solution
Correct Answer: Option A
ক, কাজটি করে = ২৫ দিন
∴ খ কাজটি করে = (১০০/১২৫) x ২৫ = ২০ দিন
[Note: যেহেতু 'খ' ২৫% বেশি কর্মক্ষম, সেহেতু খ এর ক অপেক্ষা ২৫% কম সময় লাগবে]