কত সালে 'হামাস' প্রতিষ্ঠিত হয়?

A ১৯৮৪ সালে

B ১৯৮৫ সালে

C ১৯৮৬ সালে

D ১৯৮৭ সালে

Solution

Correct Answer: Option D

- হামাস ফিলিস্তিনের একটি সশ্বস্ত্র রাজনৈতিক সংগঠন। এটির প্রকৃত নাম ইসলামিক প্রতিরোধ আন্দোলন। হামাস শব্দের অর্থ উদ্দীপনা।
- এটি ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াছিন প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর গাজা উপত্যকা। এর প্রবাসী কার্যালয় কাতারের দোহায়। 
- এর ধর্ম হল সুন্নি, 
- হামাসের সামরিক শাখার নাম ইজ্জ আদ-দীন আল কাশেম বিগ্রেড।
- হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। এটি দখল করে ২০০৬ সালে। 
- হামাস ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
- এর সামাজিক শাখার নাম 'দাওয়া' ও সামরিক শাখার নাম 'ইজআদ দিন আল কাসেম ব্রিগেড'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions