১৫ জন চাষীর একটি জমির ফলস কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
A ৫ দিন
B ৬ দিন
C ৭ দিন
D ৮ দিন
Solution
Correct Answer: Option C
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ দিন
১ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ × ১৫ দিন
৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে {(২১ × ১৫)/৪৫}= ৭ দিন।