Solution
Correct Answer: Option D
'মরু-ভাস্কর' কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম । এটি হযরত মুহম্মদ ( স )- এর জীবনীভিত্তিক কাব্য । তার রচিত আরও কয়েকটি কাব্য- অগ্নিবীণা, বিষের বাঁশী, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা, চক্রবাক, ছায়ানট, সিন্ধুহিন্দোল ।