মিউনিখ অলিম্পিকে "ব্ল্যাক সেপ্টেম্বর" কোন দেশের অ্যাথলিটদের অপহরণ করেছিল?
A জার্মানি
B যুক্তরাষ্ট্র
C ব্রিটেন
D ইসরায়েল
Solution
Correct Answer: Option D
- ব্ল্যাক সেপ্টেম্বর প্যালেস্টাইনের একটি গেরিলা বাহিনী৷
- এটি ১৯৭০ সালে গঠিত এবং ১৯৭৪ সালে বিলুপ্ত করা হয়৷ ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক।
- এতে অংশ নেওয়া ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে প্যালেস্টাইনের একটি সশ্বস্ত্র সংগঠনের সদস্যরা অপহরণ করে ।
- এর মধ্যে দুইজন অ্যাথলেটকে হত্যা করা হয়।