বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস কোনটি ?

A হুতোম প্যাঁচার নকশা

B ফুলমণি ও করুণার বিবরণ

C আলালের ঘরের দুলাল

D নববাবু বিলাস

Solution

Correct Answer: Option C

বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় প্যারীচাঁদ মিত্রকে । তার রচিত 'আলালের ঘরের দুলাল' ( ১৮৫৮ ) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস । এটি মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- ঠকচাচা, বাঞ্ছারাম, বক্রেশ্বর । 'ফুলমণি ও করুণার বিবরণ' উপন্যাসের রচয়িতা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স । ব্যাঙ্গাত্মক রচনা 'হুতোম প্যাঁচার নকশা' -এর রচয়িতা কালীপ্রসন্ন সিংহ । গদ্যগ্রন্থ 'নববাবু বিলাস' এর রচয়িতা ভবানীচরণ বন্দোপ্যাধ্যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions