(লিখিত প্রশ্ন) যদি তালিকা মূল্যে বিক্রি করলে একজন কম্পিউটার বিক্রেতার ২২৫% লাভ হয় তবে তালিকা মূল্যের উপর সর্বোচ্চ কত হারে ছাড় দিলে ঐ বিক্রেতার কোন লাভ কিংবা ক্ষতি হবে না ।
A ৬৯.২৩%
B ৬৭.৫৩%
C ৭৭.৫৩%
D ৬৪.২৭%
Solution
Correct Answer: Option A
Solution:
২২৫% লাভে ১০০ টাকার কম্পিউটারে লাভ হয় = ১০০ + ২২৫ = ৩২৫ টাকা
এখন বিক্রেতার লাভ/ক্ষতি কোনোটাই না করতে হলে,
৩২৫ টাকার মূল্যে ছাড় দিতে হবে = ২২৫ টাকা
∴ ১ টাকার মূল্যে ছাড় দিতে হবে =২২৫/৩২৫ টাকা
∴ ১০০ টাকার মূল্যে ছাড় দিতে হবে = (২২৫ × ১০০)/৩২৫ টাকা
= ৬৯.২৩ টাকা
অর্থাৎ শতকরা ছাড় দিতে হবে ৬৯.২৩%