একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত?

A 40

B 50

C 60

D 70

Solution

Correct Answer: Option B

এই অংকটি অপশন থেকে বের করা সহজ।
প্রশ্নে বলা আছে, দ্রব্যটির ক্রয়মুল্য ও তার শতকার লাভের সমান।
এবং তাদের যোগফল ৭৫ হবে।
তাহলে, ৫০ এর ৫০% লাভ ২৫ হয়। 
আর, যোগফল ৫০ + ২৫ =৭৫ হয়। 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions