একটি ট্রেন ঘণ্টায় ৯২.৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?
A ১,৫৪০
B ১৫,৪০০
C ১৫৪
D ১,৫৪,০০০
Solution
Correct Answer: Option B
১ ঘন্টা = ৬০ মিনিট
৬০ মিনিটে যায় ৯২.৪ কি.মি
১ " " ৯২.৪/৬০ "
১০ " " (৯২.৪ × ১০ )/৬০ "
= ১৫.৪ কি.মি
= (১৫.৪ × ১০০০) মি
= ১৫,৪০০ মি