ঐতিহাসিক 'গোলান মালভূমি' কোন দেশের অভ্যন্তরে অবস্থিত?
A ইসরায়েল
B মিসর
C ইরান
D সিরিয়া
Solution
Correct Answer: Option D
- দক্ষিণ-পশ্চিম সিরিয়ার পাথুরে ভূমি গোলান মালভূমি।
- এটা দেশটির রাজধানী দামেস্ক থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
- এর দক্ষিণ সীমান্তে রয়েছে ইয়ারমুক নদী ও পশ্চিমে গ্যালিলি সাগর।
- গোলান মালভূমি মূলত সিরিয়ার। দেশটির অংশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিও রয়েছে।
- ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়।
- বর্তমানে মালভূমিটির পশ্চিমাংশের ১ হাজার ২০০ বর্গকিলোমিটার (৪৬৩ বর্গমাইল) এলাকার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে।